Dr. Neem on Daraz
Victory Day
৩৩৩ তে ফোন

খাবার নিয়ে হাজির হরিরামপুরের ইউএনও


আগামী নিউজ | অপু সাহা, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি  প্রকাশিত: মে ৫, ২০২১, ০৭:৩৭ পিএম
খাবার নিয়ে হাজির হরিরামপুরের ইউএনও

ছবি: আগামী নিউজ

মানিকগঞ্জঃ ৯ জনের সংসার,  করোনার কারণে আয় রোজগার কমে গেছে । সংসার চালাতে হিমশিম খাচ্ছেন।এলাকার একজনের থেকে জানতে পারেন ৩৩৩ কল করলে সরকারি সহায়তা পাওয়া  যায়! পরে ৩৩৩ কল করে সরকারি সহায়তা পেয়েছেন তিনি। 

বলছিলাম মানিকগঞ্জের হরিরামপুরের গোপীনাথপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মিজানুরের কথা। গত মঙ্গলবার হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম তার হাতে খাবার পোছে দেন। এছাড়া গত মঙ্গলবারউপজেলার বিভিন্ন ইউনিয়নের আরো ৩ জনের হাতে সরকারি সহায়তা পৌঁছে দেন তিনি। 

চালা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ছায়া রাণী পাল, ৭ নং ওয়ার্ডের মনোয়ারা, গালা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নাসিমাও পান সরকারি সহায়তা।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, কর্মহীন অসহায় ও দুঃস্থ পরিবার যাদের ঘরে খাবার নেই, যদি এমন কেউ ৩৩৩ এ খাবারের জন্য কল করে।  তবে সেই কল লিস্ট ধরে যাচাই-বাছাইয়ের মাধ্যমে তথ্য সঠিক হলে তার ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হবে।  মঙ্গলবার ও ৪ টি পরিবারকে সহায়তা করা হয়েছে ।

আগামীনিউজ/নাহিদ
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে